SCHOLARSHIPS

টিউশন ফি স্কলারশীপ

  • মুক্তিযোদ্ধা পরিবারে সন্তান, উপজাতী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিক্ষকদের সন্তানদের জন্য ১০% অতিরিক্ত টিউশন ছাড়।
  • দরিদ্র কোটায় জব করে পড়ার সুযোগ।
  • মেধাবীদের জন্য টিউশন ফি ছাড়।

সরকারি উপবৃত্তি

  • সেমিষ্টার ফাইনাল পরীক্ষায় পাশ করা সাপেক্ষে ৭০% ছেলেদের প্রতি সেমিষ্টারে ৪০০০/- টাকা হারে সরকারি উপবৃত্তি।
  • সেমিষ্টার ফাইনাল পরীক্ষায় পাশ করা সাপেক্ষে ১০০% মেয়েদের প্রতি সেমিষ্টারে ৪০০০/- টাকা হারে সরকারি উপবৃত্তি।

মেয়েদের জন্য বিশেষ সুযোগ

  • কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহন বাড়াতে ও সুযোগ তৈরি করে দেয়ার জন্য সকল মেয়েদের ৮০% টিউশন স্কলারশীপ।