RESEARCH AND DEVELOPMENT

ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন, প্রচলিত সমস্যার নতুন সমাধান বের করা সহ গবেষনা ধর্মী কাজে যুক্ত করার জন্য প্রতিষ্ঠানের অর্থায়নে একটি রিসার্চ সেল প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যারা নতুন ভাবনা, নতুন আইডিয়া, নতুন আবিস্কার নিয়ে কাজ করতে আগ্রহী তাদের প্রতিষ্ঠান থেকে পরিচর্চা করা, উৎসাহ দেয়া, গবেষনা কাজে সহায়তা ও রিসোর্সের যোগান দেয়া এই সেলের কাজ।

Mangrove RESEARCH AND DEVELOPMENT

গবেষনা সেলের কর্মকর্তাবৃদন্দঃ

১. এস এম সাইফুল ইসলাম, উপদেষ্টা ও পৃষ্ঠপেষক, গবেষনা সেল।

২. মোঃ বদিউজ্জামান, নির্বাহী, গবেষনা সেল।

৩. সকল বিভাগীয় প্রধান, সদস্য।

৪. সকল বিভাগের ১ জন শিক্ষার্থী প্রতিনিধী।