LIBRARY

ম্যানগ্রোভ ইনষ্টিটিউটে রয়েছে ১৮০০০ টেক্সট বই ও ২০০০ রেফারেন্স বই সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত লাইব্রেরী। ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের লাইব্রেরী থেকে প্রতি সেমিষ্টারে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টেক্সট বই সরকারহ করা হয়। লাইব্রেরীতে রয়েছে ইন্টার সংযোগসহ কম্পিউটার যার সাহায্যে শিক্ষার্থীরা ডিজিটাল কন্টেন্ট ও বিভিন্ন পিডিএফ ফরম্যাটের বই পড়া ও ডাউনলোডের সুযোগ পায়।

ম্যানগ্রোভ লাইব্রেরী

লাইব্রেরী থেকে বই বিতরনের নিয়মাবলিঃ
  • ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের সকল শিক্ষার্থীকে কোর ডিপার্টমেন্টাল বই ব্যাতিত সকল বই সেমিষ্টারের শুরুতে লাইব্রেরী থেকে বিনামূল্যে সরবারহ করা হবে।
  • প্রতি সেমিষ্টার ফাইনাল পরীক্ষা শেষে পুরাতন সেমিষ্টারের বই জমা দিয়ে নতুন সেমিষ্টারের বই জমা নিতে হবে।
  • লাইব্রেরীতে বসে অধ্যয়ন করার সময় কলেজ আইডি কার্ড লাইব্রেরী ডেস্কে জমা দিয়ে যে কোন বই পড়া যাবে।
  • রেফারেন্স বই ইস্যু করতে লাইব্রেরী সদস্য কার্ড তৈরি করতে হবে।
  • ভর্তির সময় ফেরতযোগ্য ১০০০ টাকা লাইব্রেরীতে জমা রাখতে হবে এবং কোর্স শেষে এই টাকা ফেরত দেয়া হবে তবে পড়াকালীন সময়ে কোন বই নিয়ে তা ফেরত না দিলে জামানত থেকে সেই বইয়ের মূল্য কর্তন করা হবে।

Mangrove LIBRARY