ACADEMIC SYSTEM

ম্যানগ্রোভ ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত একটি বেসরকারি পলিটেকনিক ইনষ্টিটিউট। ম্যানগ্রোভ ইনষ্টিটিউটে বর্তমানে ১৫টি টেকনোলজিতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চলমান রয়েছে। এসএসসি পাশের পরে একমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহন করে মাত্র ৪ বছর পড়াশোনা করে সরকারি বেতন কাঠামোর ১০ম গ্রেডে ২য় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকুরী পাওয়া যায়। এছাড়া ছবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থার অবস্থান দেখানো আছে। ম্যানগ্রোভ ইনষ্টিটিউট বাংলাদেশে কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত একটি (RTO-Registered Training Organization) অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরো কয়েকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বল্পমেয়াদী কোর্স করাতে সক্ষম। এছাড়াও ম্যানগ্রোভ ইনষ্টিটিউটে বাংলাদেশ কারিগরি বোডের অনুমোদিত ৩৬০ ঘন্টা ব্যাপি বিভিন্ন ট্রেনিং কোর্স করানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

We offer 4 years diploma in engineering courses under Bangladesh Technical Education Board. The course has 8 semesters (6 months/semester). A student has to attend 7 semesters at institute theory and practical classes and the rest last semester is for industrial training. The course has more value than HSC. Diploma engineers get a job from 10th grade of Government payroll.