ADMISSION REQUIREMENTS

All students who have passed SSC Examination with a minimum GPA 2.5 can get admission

Admission open for all students from 
  • Science
  • Arts
  • Commerce
  • Technical
  • Open University
  • O-Level
  • HSC passed students from the Science group who can get admission directly from the 3rd Semester.
  • Students from SSC(VOC)+HSC (VOC) can get admission directly from the 4th semester. 

ভর্তির যোগ্যতা

  • বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নীতিমালা মোতাবেক যে কোন বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম ২.৫ গ্রেড পয়েন্ট নিয়ে উত্তীর্ন  শিক্ষার্থীরা ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের যে কোন বিভাগে ভর্তির সুযোগ পাবেন। সর্বশেষ নীতিমালা মোতাবেক  এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
  • ইংরেজী মাধ্যমের যেসকল শিক্ষার্থী নূন্যতম এতটি বিষয়ে D গ্রেড ও গণিতসহ দুটি বিষয়ে E গ্রেড নিয়ে পাশ করেছে তারাও ভর্তি হতে পারবে।
  • যেসকল শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি নূন্যতম ২.৫ পয়েন্ট নিয়ে পাশ করেছেন তারা সরাসরি যে কোন বিভাগে ৩য় সেমিষ্টারে ভর্তি হতে পারবেন।
  • যেসকল শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি (ভোক) নূন্যতম ২.০০ পয়েন্ট নিয়ে পাশ করেছেন তারা সরাসরি যে কোন বিভাগে ৪র্থ সেমিষ্টারে ভর্তি হতে পারবেন। (২০১৬ প্রবিধান মোতাবেক)