CAMPUS

Mangrove started functioning in 2005 and in 2009 it shifted at its permanent campus. It is the first Private Polytechnic In khulna which builds complete an educational purpose college campus. Our campus situated beside the Khulna Dhaka high way in front of Khulna divisional stadium, it is an excellent location for good and easy communication for students. Currently, Mangrove has 5 storied building with 26000 square feet space and another 9 storied building having 32000 SQFT space is under construction and soon will be available for students. It is a modern campus with all modern facilities like an all-time electricity facility using a standby generator. Mangrove campus fully covered with high-speed free WiFi internet connection for students. Cafeteria, well-decorated campus yard with large parking facility available at Mangrove Institute. The campus has complete CCTV Security system.

ম্যানগ্রোভ ইনষ্টিটিউট ২০০৫ সাল থেকে এর নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে আসছে, তৎকালীন প্রতিষ্ঠানটি একটি ৫তলা বিশিষ্ট ভবনে ১৯০০০ বর্গফুট জায়গাতে পরিচালিত হত। বর্তমানে প্রতিষ্ঠানে উপরে চিত্রে প্রদর্শিত নকশা মোতাবেক নতুন একটি ১০ তলা বিশিষ্ট ক্যাম্পাস ভবনের নির্মান কাজ চলমান যার ৮ম তলা পর্যন্ত কাজ ইতমধ্যে সম্পন্ন হয়েছে এবং নতুন ২য় ক্যাম্পাস ভবনের ৫টি ফ্লোরে কলেজের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। নতুন এই ভবনে ৩২০০০ বর্গফুট জায়গা রয়েছে, যেখানে কলেজের জন্য অডিটোরিয়াম, লাইব্রেরী, ক্যাফেটেরিয়া, নতুন ল্যাব সহ নানাবিধ সুবিধা বর্ধিত করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের জন্য ৩য় আরো একটি ৯তলা বিশিষ্ট নকশা প্রনয়ন করা হয়েছে যার নির্মান কাজ নিকটবর্তী ভবিষ্যতে শুরু হবে।